আমুদরিয়া নিউজ: হাজারদুয়ারি এক্সপ্রেসে মুর্শিদাবাদের জিয়াগঞ্জগামী রাজ্যপাল সিভি আনন্দ বোসের যাত্রা নিল অদ্ভুত মোড়। তাঁর পাশের আসনে বসেছিলেন জিয়াগঞ্জ সুরেন্দ্রনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের এক শিক্ষিকা—চন্দ্রাণী হালদার। ট্রেনের আসন নিয়ে আলাপচারিতা থেকে শুরু হয় কথা। কিছুক্ষণের মধ্যেই শিক্ষিকা তাঁর স্কুলের অবস্থা ও প্রয়োজনের কথা জানালে রাজ্যপাল হঠাৎই সিদ্ধান্ত নেন—তিনি সরাসরি ওই স্কুলেই যাবেন। রাজ্যপাল আসবেন শুনে অল্প সময়েই স্কুল ভবন ও চত্বর সাজিয়ে তোলেন শিক্ষক-শিক্ষিকারা। স্কুলে পৌঁছে রাজ্যপালকে সংবর্ধনা দেন শিক্ষিকারা। ছোট ছাত্রছাত্রীদের হাতে চকোলেট তুলে দেন রাজ্যপাল। এরপর স্কুলের উন্নয়ন খাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন । পাশাপাশি ঘোষণা করেন, আরও ২ লক্ষ টাকা সাহায্য করবেন ভবিষ্যতে। এভাবে আকস্মিক পরিদর্শন ও সাহায্যে স্বাভাবিকভাবেই আপ্লুত স্কুল কর্তৃপক্ষ।