আমুদরিয়া নিউজ : সিরিয়ায় অত্যাচারী হিসেবে কুখ্যাত আসাদ সরকারের পতন ঘটিয়ে ক্ষমতাসীন হওয়া আহমেজ আল শারারকে জঙ্গি হিসেবে ঘোষণা করেছিল আমেরিকা। সম্প্রতি জঙ্গি তালিকা থেকে আল শারারের নাম বাদ দিয়েছে আমেরিকা। এর পরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুদিন আগে বৈঠক করেছেন আল শারার। তার পরেই সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে গঠিত আন্তর্জাতিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া।
গত বছরের শেষ দিকে ইসলামপন্থী শারার নেতৃত্বে বিদ্রোহী বাহিনী সিরিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। শারার নেতৃত্বাধীন গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) আগে আল-কায়েদার সহযোগী সংগঠন হিসেবে দুনিয়া জুড়ে পরিচিত ছিল। এখন সংগঠনটি দেশের ভার নেওয়ার পরে হিংসার রাস্তা থেকে সরতে চাইছে।
হিংসার রাস্তা ছেড়ে আইএস বিরোধী জোটে যোগ দিচ্ছে সিরিয়া, ঘোষণা ট্রাম্পের
Leave a Comment