আমুদরিয়া নিউজ: এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের সামনে উড়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি। মাত্র ১৭.৪ ওভারে শেষ হয়ে গেল গোটা ম্যাচ। তার মধ্যেই সকলের মন জিতলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ঘটনার সূত্রপাত ১৩তম ওভারে। তখন বল করতে আসেন শিবম দুবে। প্রথম বলেই উইকেট তুলে নেন তিনি। দু’বল পরে শিবমের বাউন্সারে ব্যাট ছোঁয়াতে পারেননি জুনেইদ সিদ্দিকি। সঙ্গে সঙ্গে বল ধরে নিয়ে উইকেটে ছুড়ে দেন সঞ্জু স্যামসন। জুনেইদ ক্রিজের বাইরে থাকাকালীনই সঞ্জুর থ্রোয়ে উইকেট ভেঙে যায়। অর্থাৎ নিয়ম অনুযায়ী জুনেইদ আউট। সেই সিদ্ধান্তই জানিয়ে দেন তৃতীয় আম্পায়ার। তার পরেই দেখা যায়, সূর্যকুমার গিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলছেন। ভারত অধিনায়কের কথা শুনে আম্পায়ার ইশারা করেন যে ভারত আউটের আবেদন প্রত্যাহার করে নিয়েছে। আবার ব্যাটিং শুরু করেন জুনেইদ। কেন হঠাৎ আউটের আবেদন প্রত্যাহার করলেন সূর্য? শিবম বল করার সময় তাঁর ট্রাউজ়ারে গোঁজা তোয়ালে মাঠে পড়ে যায়। তাতে হয়তো কিছুটা সমস্যা হয়েছিল জুনেইদের। তিনি সেটিই লেগ আম্পায়ারকে বলার চেষ্টা করছিলেন। আর সেটা করতে গিয়ে তিনি খেয়াল করেননি যে ক্রিজ়ের বাইরে রয়েছেন। যে হেতু তোয়ালে পড়ে যাওয়ায় ব্যাটারেরা সমস্যা হয়েছিল, সেই কারণে সূর্য আউটের আবেদন প্রত্যাহার করেন।