আমুদরিয়া নিউজ: বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রক্রিয়ায় কোনও বেআইনি পদ্ধতিতে কাজ হলে বাতিল করে দেওয়া হবে গোটা প্রক্রিয়াই। সোমবার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার শুনানি চলাকালীন শীর্ষ আদালতে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলে, “নির্বাচন কমিশন সংবিধান স্বীকৃত সংস্থা। আমরা আশা করি বিহারের বিশেষ নিবিড় সংশোধনে তারা আইন এবং অন্যান্য নিয়ম মেনে চলছে। কিন্তু ভোটমুখী বিহারের এই সংশোধনী প্রক্রিয়ায় যদি কোনওরকম কারচুপি থাকে তাহলে গোটা এসআইআর বাতিল করে দেওয়া হবে।” এমনকি এসআইআর নিয়ে নির্দেশ একসঙ্গে সারা দেশে কার্যকর হবে বলেই এদিন জানিয়েছে আদালত। মামলার চূড়ান্ত শুনানি আগামী ৭ই অক্টোবর।