আমুদরিয়া নিউজ : সুপ্রিম কোর্ট পথকুকুর সংক্রান্ত মামলায় জানিয়েছে, দেশের সমস্ত পথকুকুরকে সরানোর কোনও আদেশ নেই। কোর্ট বলেছে, পথকুকুর নিয়ন্ত্রণের ক্ষেত্রে Animal Birth Control (ABC) Rules মেনে চলা আবশ্যক। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কুকুরকে ধরে বন্ধ্যাত্বকরণ করে আবার সেই এলাকায় ছেড়ে দিতে হবে। সব কুকুর রাস্তা থেকে সরিয়ে নিলে শহরের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। কোর্টের মতে, জনস্বাস্থ্য, নিরাপত্তা ও পশুর কল্যাণের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।