আমুদরিয়া নিউজ: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগের বিধিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল, তা খারিজ হয়ে গেল। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিলেন, ‘বঞ্চিত’ দাবি করে যাঁরা আদালতের শরণাপন্ন হয়েছেন, তাঁদের দাবি গ্রহণযোগ্য নয়। নিয়োগবিধি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কমিশনের রয়েছে, জানিয়েছে আদালত। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়। ২০১৬ সালের এসএসসি গোটা প্যানেল বাতিল হওয়ার পর, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। নতুন বিধিও প্রকাশ করা হয়। তাতেই আপত্তি তোলেন চাকরিপ্রার্থীদের একাংশ। হাই কোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ চাকরিপ্রার্থীদের আবেদন খারিজ করে রায় দেয়, ২০২৫ সালের নতুন নিয়োগবিধি মেনেই হবে পরীক্ষা। তবে বলা হয় আগের নির্দেশ অনুযায়ী, ‘চিহ্নিত অযোগ্য’রা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না বলে জানায় কলকাতা হাই কোর্ট। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। কিন্তু শীর্ষ আদালতও তাঁদের দাবিকে গ্রহণযোগ্য মনে করল না।
