আমুদরিয়া নিউজ: তাইওয়ানের পূর্ব উপকূলে আছড়ে পড়ল সুপার টাইফুন রাগাসা। সেখানকার সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট হাব হুয়ালিয়েনে ঝড়ের প্রকোপে পড়েছে বহু মানুষ। জানা যাচ্ছে, এই ঝড়ের অভিঘাতে নিহত অন্তত ১৪। নিখোঁজ ১২৪ জন। চলতি সপ্তাহের প্রথম থেকেই সুপার টাইফুন রাগাসা দাপট দেখাচ্ছিল তাইওয়ানের উপকূলে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেটি আছড়ে পড়েছে চিনের দক্ষিণ উপকূল ও হংকংয়ে। ঝড়ের দাপটের সঙ্গেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। জানা গিয়েছে, ফিলিপাইন্সের উপকূলে আছড়ে পড়ার সময় রাগাসার গতিবেগ ছিল ঘণ্টায় ২৩০ কিলোমিটার। বুধবার সকাল থেকে হংকং এবং দক্ষিণ চিনের সর্বত্র হাই অ্যালার্ট জারি করা হয়েছে। যতক্ষণ না বিপর্যয় পুরোপুরি কেটে যায় চিন প্রশাসন ১০টি শহরে স্কুল ও যাবতীয় অফিসকাছারিতে ছুটি ঘোষণা করেছে। উদ্ধার ও ত্রাণকার্যে সেনা নামানো হয়েছে।
