আমুদরিয়া নিউজ: উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করে দিল বিরোধীদের ইন্ডিয়া জোট। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি হচ্ছেন ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। মঙ্গলবার দুপুরে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডিয়ার জোটের শরিকদের বৈঠক হয়। পরে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিচারপতির নাম ঘোষণা করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে। সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার আগে রেড্ডি গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছেন। এছাড়াও অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি ছিলেন। ২০১১ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে তামিলনাড়ুর বর্ষীয়ান বিজেপি নেতা সিপি রাধাকৃষ্ণনের নাম ঘোষণা করেছিল এনডিএ। রাধাকৃষ্ণন মহারাষ্ট্রের রাজ্যপাল। এর আগে ঝাড়খণ্ডের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন।
