আমুদরিয়া নিউজ: টানা ভারী বৃষ্টির কারণে ধস নামছে উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায়। সোমবার সকালে কেদারনাথ জাতীয় সড়কে নামে ধস। পাহাড় থেকে গড়িয়ে পড়ে বড় বড় পাথরের চাঁই। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অন্তত ২ জন পুণ্যার্থী। আহত আরও ছয় জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে সোনপ্রয়াগ এবং গৌরিকুণ্ডের মাঝে মুনকাতিয়া এলাকায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। পাহাড় থেকে আচমকা ধসে পড়ে মাটি এবং বড় বড় পাথরের চাঁই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ উদ্ধারকারী দল। মৃতেরা হলেন রীতা (৩০) এবং চন্দ্র সিং (৬৮)। তাঁরা উত্তরকাশীর বারকোটের বাসিন্দা। কেদারনাথে যাচ্ছিলেন। আহতেরাও উত্তরকাশীর বাসিন্দা। তাঁরা হলেন মোহিত চৌহান, নবীন সিংহ রাওয়াত, প্রতিভা, মমতা, রাজেশ্বরী, পঙ্কজ। আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।