আমুদরিয়া নিউজ: ২০১৬ সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়াকে ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ আখ্যা দিয়ে গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। রাতারাতি চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক, অশিক্ষক কর্মী। নতুন করে পরীক্ষা নিয়ে তাঁদের নিয়োগের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেইমতো রাজ্য সরকার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষার দিন। এরই মধ্যে রাজ্যের দাবি মেনে আদালত জানিয়েছে ‘যোগ্য শিক্ষকরা’ ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত স্কুলে পড়াবেন। এমন পরিস্থিতিতে প্রতিদিন পড়ানো সামলে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব নয় বলে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানান প্রার্থীরা। বৃহস্পতিবার সেই আবেদনে শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশচন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে চাইলে রাজ্য সরকার পরীক্ষা পিছিয়ে দিতে পারে। এমনকী চাকরিরত শিক্ষকদের ফর্ম ফিল আপ করার জন্য সাতদিন অতিরিক্ত সময় দিয়েছে আদালত। বিচারপতিদের এই মন্তব্যে খানিকটা স্বস্তিতে চাকরিপ্রার্থীরা।
