আমুদরিয়া ডেস্ক: যোগ্য শিক্ষকদের তালিকায় নাম নেই! এরই প্রতিবাদে সোমবার কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। আর সেই কর্মসূচি ঘিরেই তুমুল অশান্তি বাঁধল হাজরা মোড়ে।স্কুল সার্ভিস কমিশনের দফতর তথা আচার্য সদন থেকে চাকরিহারারা সোজা এগিয়ে যান হাজরা মোড়ে। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। আটকে দেয় পুলিশ।
এরপরই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরপরই বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। সম্প্রতি আদালতের নির্দেশে যোগ্য শিক্ষকদের তালিকা দেওয়া হয়েছে ডিআই অফিসগুলি থেকে। সেখানে যাঁদের নাম আছে, তাঁদের স্কুলে ফিরে যেতে বলা হয়েছে। কিন্তু চাকরিহারাদের একাংশের দাবি, তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের নাম সেখানে নেই। সেই কারণেই এদিন তাঁরা কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন।