আমুদরিয়া নিউজ: সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন সৃজন ভট্টাচার্য। গত শুক্রবার থেকে কেরলের কোঝিকোড়ে শুরু হয়েছিল এসএফআইয়ের ১৮তম সর্বভারতীয় সম্মেলন। তিন দিনব্যাপী সেই সম্মেলন রবিবার শেষ হয়েছে। সম্মেলন শেষে বাংলার ছাত্রনেতা সৃজন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সর্বভারতীয় সভাপতি পদে বসেছেন কেরলের আদর্শ এম সাজি। বাংলায় ছাত্রনেতা থাকতে থাকতেই সিপিএমের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন সৃজন। প্রথম বার ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হুগলির সিঙ্গুরে তাঁকে প্রার্থী দাঁড় করায় দল। এর পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও যাদবপুর আসন থেকে প্রার্থী হয়েছিলেন সৃজন। কিন্তু দু’বারই হারতে হয় তাঁকে।