আমুদরিয়া নিউজ: শৈলশহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বুধবার বৈঠক করলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রায় ২ ঘণ্টা বৈঠক হয়েছে তাঁদের। জানা গিয়েছে, বুধবার সকালের বিমানে উত্তরবঙ্গ যান শোভন-বৈশাখী। বিকেল সাড়ে চারটে নাগাদ রিচমন্ড হিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তাঁরা। তবে কী কথা হয়েছে, তা কোনওপক্ষই এখনও খোলসা করেননি। তবে সূত্রের খবর, শোভনের তৃণমূলে ফেরা এখন শুধুই সময়ের অপেক্ষা।
