আমুদরিয়া নিউজ: কিছুটা যেন সেই কলকাতার পার্ক স্ট্রিট কাণ্ডের ছায়া! মারা যাওয়ার ৩ মাস পর বাড়ি থেকে উদ্ধার ৭৫ বছর বয়সী বৃদ্ধার কঙ্কাল! গুয়াহাটির জ্যোতিকুচিপাড়ার ঘটনায় শিউরে উঠেছেন প্রতিবেশীরা। কয়েকজন জানান, বহুদিন তারা মহিলাকে দেখেননি।
তাঁর ছেলে জয়দীপ দেকে প্রশ্ন করলে বলতেন, মা অসুস্থ বেরোবেন না। জয়দীপও। দীর্ঘদিন মানসিক অসুস্থতায় ভুগছেন। দিনকয়েক আগে প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁরা জানতে চাইলে জয়দীপ জানান, মা মারা গিয়েছেন। প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দেখে মহিলার কঙ্কাল নিয়ে একই ঘরে থাকত জয়দীপ। পুলিশ জয়দীপের মামাকে জেরা করছে।