আমুদরিয়া নিউজ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ৫০ বলে শতরান করলেন স্মৃতি মন্ধনা। মহিলাদের এক দিনের ক্রিকেটে এটি দ্বিতীয় দ্রুততম শতরান। ভারতীয় ক্রিকেটে রেকর্ড। এমনকী টপকে গেলেন বিরাট কোহলির ৫২ বলে শতরানের ভারতীয় রেকর্ডও। পুরুষ হোক কিংবা মহিলা ক্রিকেট, ভারতীয়দের মধ্যে এতদিন দ্রুততম সেঞ্চুরির নজির ছিল বিরাট কোহলির নামে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন কোহলি। শনিবার সেই রেকর্ড ভেঙে দিলেন স্মৃতি।