আমুদরিয়া নিউজ: জুবিন গর্গের মৃত্যু কাণ্ডে এবার গায়কের তুতো ভাই তথা অসম পুলিশের ডিএসপি সন্দীপন গর্গ গ্রেপ্তার। বুধবার সকালে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে অসম পুলিশ। এই নিয়ে গায়কের মৃত্যুতে মোট ৫ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। সিঙ্গাপুরে যখন গায়ক জলে ডুবে মারা যান, সেই সময় নাকি তাঁর সঙ্গে ছিলেন এই তুতো ভাই সন্দীপন। সেই কারণে অসম গোয়েন্দা বিভাগ তাঁকে হেফাজতে নিয়েছে। এর আগে সিঙ্গাপুরে আয়োজিত নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহন্ত-সহ জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও তাঁর ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী, সহ-গায়ক অমৃতপ্রভা মহান্ত গ্রেপ্তার হয়েছেন।