আমুদরিয়া নিউজ: প্রকাশ্যে এল জুবিন গর্গের ময়নাতদন্তের রিপোর্ট। শুক্রবার সেই রিপোর্ট সিঙ্গাপুর সরকারের তরফ থেকে জুবিনের স্ত্রী গরিমার হাতে তুলে দেওয়া হল। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, স্কুবা ডাইভিং করার সময় নয়, সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গিয়েছেন তিনি। সিঙ্গাপুর পুলিশ বাহিনি (এসপিএফ) প্রয়াত গায়কের ময়নাতদন্তের রিপোর্ট এবং তার উপর ভিত্তি করে তৈরি প্রাথমিক অনুসন্ধানের একটি অনুলিপি ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দিয়েছে। সিঙ্গাপুর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, জুবিনের মৃত্যু নিয়ে এখনও তদন্ত থামেনি। । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জুবিনের সঙ্গে জড়িত সবাইকে। এদিকে জ়ুবিন গার্গের মৃত্যুর তদন্তে নেমে আরও দু’জনকে গ্রেফতার করল অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল। ধৃতদের মধ্যে রয়েছেন গায়কের ব্যান্ডের অন্যতম সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও টিমের গায়িকা অমৃতপ্রভ মহন্ত। এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৪। এর আগে জুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করা হয়েছে।