আমুদরিয়া নিউজ : বিশ্বকাপ জয়ের পর শুক্রবার রিচা শিলিগুড়ি ফিরেছেন। তৃণমূল পরিচালিত পুর নিগম সম্বর্ধনা দিয়েছে।
কিন্তু, রাজ্য সরকার কি করছে? এই প্রশ্নে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, রাজ্য সরকার রিচাকে যথাযথ সম্মান দেয়নি।
অথচ শনিবার রিচাকে সিএবি ইডেন গার্ডেন্সে সংবর্ধনা দেবে। রাজ্য সরকারও আলাদা সংবর্ধনা দেবে। কিন্তু শঙ্কর ঘোষের দাবি, বাংলার প্রথম বিশ্বচ্যাম্পিয়নকে অবহেলা করা হয়েছে। তিনি বলেছেন, “নারী-পুরুষ নির্বিশেষে রিচা বাংলার প্রথম ব্যক্তি যিনি বিশ্বকাপ জিতেছেন। যা তিনি করেছেন, তা সৌরভ গঙ্গোপাধ্যায়ও পারেননি। তবু কলকাতা সরকার ও ক্রীড়া দপ্তর এই গর্বকে উপেক্ষা করেছে।”
শঙ্কর আরও বলেন, “কলকাতার সব জায়গায় মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের পোস্টার রয়েছে, কিন্তু রিচার নামের একটিও পোস্টার নেই কেন! ক্রীড়া দপ্তরের কোনো প্রতিনিধি বা মন্ত্রী রিচার সঙ্গে দেখা করেননি কেন। এটি বাংলার ক্রীড়াবিদদের প্রতি অসম্মান।”
Leave a Comment