আমুদরিয়া নিউজ : শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওযার পথে রংপো অদূরে তিস্তার চরে আচড়ে পড়ল বাস। শনিবার সকালের দিকের ঘটনা। তাতে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। আহতের সংখ্যা ২৬ জনের বেশি। সকলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কোনও কারনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি সোজা খাদে পড়ে। গড়িয়ে চলে যায় তিস্তার চরে। শীতের শুরুতে তিস্তার ওই এলাকায় কিছুটা চর পড়ে যায়।