আমুদরিয়া নিউজ: শিখ সম্প্রদায়ের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল ব্রিটেনে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ এই ঘটনা ঘটে ব্রিটেনের ওল্ডবুরির টেম রোড এলাকার এক পার্কে। সকালে পার্কে বেড়াতে যাওয়ার সময় ওই তরুণীকে আক্রমণ করে দুই আততায়ী। তাঁকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী গালি দেওয়ার পাশাপাশি সেখানেই তরুণীকে ধর্ষণ করে হয়। শুধু ধর্ষণই নয়, তরুণীকে জাত তুলে শাসিয়ে বলা হয়, ‘‘নিজের দেশে ফিরে যা।’’ ঘটনায় স্থানীয় দুই যুবক জড়িত বলে জানা যাচ্ছে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু পুলিশ। এই ঘটনার পর শিখ সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ সাংসদ প্রীত কউর গিল এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
