আমুদরিয়া নিউজ: অসুস্থ শুভমান গিল। সেই কারণে দলীপ ট্রফিতে তার খেলা সম্ভবত হচ্ছে না। উত্তরাঞ্চলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ভারতীয় টেস্ট দলের অধিনায়কের। সূত্রের খবর আচমকাই জ্বর হয়েছে গিলের। তাঁর রক্তপরীক্ষা করা হয়েছে। তবে উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানা যাচ্ছে। আপাতত তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকেরা। শুভমান অসুস্থ হয়ে পড়ায় এশিয়া কাপের আগে চিন্তা বাড়ল ভারতীয় দলের। এশিয়া কাপে তিনিই ভারতের সহ–অধিনায়ক হয়েছেন। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। আগামী ৪ সেপ্টেম্বর ভারতীয় দলের আমিরশাহি পৌঁছে যাওয়ার কথা।