আমুদরিয়া নিউজ: প্রথম ইনিংসে করেছিলেন ২৬৯ রান। দ্বিতীয় ইনিংসে গিল ফের শতরান করলেন শুভমন গিল। সেইসঙ্গে একাধিক নজির গড়লেন ভারতের তরুণ অধিনায়ক। প্রথম ভারত অধিনায়ক হিসেবে একই টেস্টে একশো ও দুশো করলেন। টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম চারটি ইনিংসে শুভমান গিলই সবার উপরে। তাঁর সংগ্রহে ৫২৪ রান। গিলের পরই রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মারভান আটাপাট্টু। তাঁর সংগ্রহ ৪৫৮ রান। এক টেস্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন গিল। গিলের আগে কোনও এক টেস্টে সর্বোচ্চ রান করেছিলেন সুনীল গাভাসকর। ১৯৭১ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টেস্টে ৩৪৪ রান করেছিলেন সানি। গিলের সেঞ্চুরির পর বিশাল লিড পেয়েছে ভারত। এগিয়ে রয়েছে ৫৩৮ রানে। ১৩০ রান করে ক্রিজে রয়েছেন গিল। সঙ্গী জাদেজাও অর্ধ শত রান করে ফেলেছেন।