আমুদরিয়া নিউজ: চলতি মাসেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাক সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। পাক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদ (UNGA) অধিবেশনের ফাঁকে এই বৈঠক হতে পারে। সম্মেলন চলাকালীন ট্রাম্পের সঙ্গে আলাদা ভাবে বৈঠকে বসতে পারেন শরিফ। সেই বৈঠকে থাকার কথা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের। সে দেশে বন্যা, কাতারে ইজ়রায়েলের হামলা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে ট্রাম্প এবং শরিফের। ভারতের সঙ্গে চাপানউতর নিয়েও আলোচনা হতে পারে বলে জল্পনা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাধারণ পরিষদের সভায় অংশগ্রহণ করবেন না। সেখানে অংশ নেবেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর।
