আমুদরিয়া নিউজ: ‘কিং’ ছবির শুটিং করতে গিয়ে জখম হলেন শাহরুখ খান। সূত্রের খবর মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োয় অভিনেতা একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। সেখানেই স্টান্ট করার সময় চোট পান। শরীরের ঠিক কোন অংশে চোট পেয়েছেন বাদশা, সেটা জানা না গেলেও সূত্রের খবর পেশিতেই আঘাত পেয়েছেন অভিনেতা। শোনা যাচ্ছে, আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখকে। চিকিৎসা হবে সেখানেই। খবর, আগামী এক-দু’ মাস শাহরুখ খানকে বিশ্রামে থাকতে হবে। বিগত কয়েক বছরে স্টান্ট করতে গিয়ে একাধিকবার গুরুতর চোট পেয়েছেন কিং খান। ‘কিং’, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন-থ্রিলার, যার সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে শাহরুখ–সুহানা খানের জুটি। তাই এই ছবি নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। চলতি বছরের মে মাস থেকেই ‘কিং’ ছবির শুটিং শুরু হয়েছে। মেগাবাজেট ছবি মুক্তি পাবে ২০২৬ সালে।
 
					 
			 
		 
		 
		 
		