আমুদরিয়া নিউজ : অন্ধ্রপ্রদেশের মারেদুমিলি জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ে সাত জন মাওবাদী নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতদের মধ্যে টেক শঙ্কর নামে একজন শীর্ষ মাওবাদী নেতা রয়েছেন। মঙ্গলবার সকালে জঙ্গলের ভেতর টহলদারি চালানোর সময় পুলিশকে লক্ষ্য করে হঠাৎ গুলি চালায় মাওবাদীরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। কিছুক্ষণ ধরে দু’পক্ষের মধ্যে গোলাগুলি চলে। পরে ঘটনাস্থল থেকে সাত মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে তিনজন মহিলা। এলাকায় আরও কেউ লুকিয়ে আছে কি না তা খতিয়ে দেখতে জঙ্গলে তল্লাশি জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র এবং নথিপত্র পরীক্ষা করছে পুলিশ। ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
দেশে নতুন হোম রেন্ট রুলস ২০২৫ চালু হয়েছে। যার ফলে ভাড়া নেওয়া ও ভাড়া দেওয়া—দু’পক্ষের জন্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এখন থেকে যে কোনও ভাড়ার চুক্তি সই হওয়ার পর দুই মাসের মধ্যে তা রেজিস্ট্রি অফিসে বা অনলাইনে রেজিস্ট্রেশন করতেই হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করলে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। নতুন নিয়মে নিরাপত্তা জামানত নিয়েও পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। বাসাবাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ দুই মাসের ভাড়ার সমপরিমাণ এবং বাণিজ্যিক জায়গায় ছয় মাস পর্যন্ত জামানত নেওয়া যাবে। ভাড়া বাড়াতে হলে আগে থেকে নোটিশ দিতে হবে এবং নির্দিষ্ট নিয়ম মেনে বাড়াতে হবে। ভাড়াটে ও বাড়ির মালিকের মধ্যে বিরোধ দ্রুত মেটাতে তৈরি করা হয়েছে রেন্ট কোর্ট ও ট্রাইব্যুনাল। এই ব্যবস্থায় ৬০ দিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে। নতুন নিয়মে করছাড়ের সুবিধাও বৃদ্ধি পেয়েছে।
অন্ধ্রপ্রদেশে গুলির লড়াইয়ে মৃত সাত মাওবাদী
Leave a Comment