আমুদরিয়া নিউজ: নিরাপত্তার বেষ্টনী ভেঙে সংসদ চত্বরে ঢুকে পড়লেন এক যুবক। যদিও সঙ্গে সঙ্গেই তাঁকে নিরাপত্তারক্ষীরা ধরে ফেলে। জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ছ’টা নাগাদ ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, সংসদের রেল ভবনের দিকে থাকা পাঁচিল টপকে সোজা নতুন সংসদ ভবনের গরুড় গেটের কাছে পৌঁছে যান। নিরাপত্তারক্ষীদের নজরে পড়তেই ওই যুবককে ধরে ফেলেন তাঁরা। ঠিক কী উদ্দেশ্যে ওই যুবক সংসদের অন্দরে ঢুকেছিল সেটা স্পষ্ট নয়। আপাতত ওই অজ্ঞাতপরিচয় যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও এমন ঘটনা নতুন নয়। এর আগেও বার বার এমন ঘটনা হয়েছে। এরপরই দিল্লি পুলিশের প্রায় দেড়শো কর্মীকে সরিয়ে সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হয় সিআইএসএফয়ের হাতে। ওই সময় বলা হয়েছিল নতুন নিরাপত্তা ব্যবস্থায় একটা মাছি গলার উপায় নেই। তারপরেও একই ঘটনা ঘটল।
