আমুদরিয়া নিউজ: রাজ্যের সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে এখন গরমের ছুটি চলছে। এই ছুটি শেষে আগামী ২ জুন থেকে খুলে যাবে রাজ্যের স্কুলগুলি। বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে একথা জানিয়েছে স্কুল শিক্ষাদপ্তর। তাপপ্রবাহের জেরে রাজ্য সরকারের অধীনে থাকা স্কুলগুলিতে ৩০ এপ্রিল থেকে ছুটি দেওয়া হয়েছে। প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণি প্রতিটি শ্রেণিরই ছুটি রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দফতরের বৃহস্পতিবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, সমস্ত বিদ্যালয় আগামী ২ জুন, সোমবার থেকে চালু হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ যেন সেই অনুযায়ী যাবতীয় পদক্ষেপ নেয় তাও স্পষ্ট জানানো হয়েছে।
