আমুদরিয়া নিউজ: জয় শাহর পর আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসির চিফ এক্সিকিউটিভ পদে বসতে চলেছেন এক ভারতীয়। সংযোগ গুপ্ত ওই পদে বসথে চলেছেন। জানা যাচ্ছে সংযোগকে নতুন দায়িত্ব দেওয়ার নেপথ্যে রয়েছেন জয় শাহ। ভারতীয় ক্রীড়া সম্প্রচারের জগতে সংযোগ গুপ্তা বেশ পরিচিত নাম। এতদিন তিনি কাজ করছেন জিও হটস্টারের ‘হেড অফ লাইভ স্পোর্টস’ হিসাবে। জুলাই মাসে আইসিসির বার্ষিক সভা রয়েছে। সেখানেই নতুন চিফ এগজ়িকিউটিভের নামে সিলমোহর বসতে পারে। আপাতত এই দায়িত্ব সামলাচ্ছেন অস্ট্রেলিয়ার জিওফ অ্যালার্ডিস। তাঁর কার্যকাল শেষ হয়ে গিয়েছে। তাই এ বার নতুন কেউ দায়িত্ব নেবেন। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার সূচি তৈরি, বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের সমন্বয়, আইসিসির সম্প্রচার স্বত্ত্ব, সবটাই দেখতে হয় চিফ এক্সিকিউটিভকে।