আমুদরিয়া নিউজ : দীর্ঘ পাঁচ মাস পর অবশেষে আরজি কর ধর্ষণ কাণ্ডের দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল আদালত।
গত বছর ৯ আগস্ট , হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তদন্তে জানা যায় ধর্ষণ করে খুন করা হয় তাকে। ১০ই আগস্ট ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। ১২ আগস্ট মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাড়িতে যান । ১৪আগস্ট থেকে বিচারের জন্য নারীরা রাতদখলে নামেন । ১৮ই আগস্ট সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় । ১১ নভেম্বর শিয়ালদহ আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয় । গত ১৮ জানুয়ারি আদালত তাকে দোষী সাব্যস্ত করে।
সোমবার সাজা ঘোষণার আগে কাঠগড়ায় উঠে সঞ্জয় নিজেকে বারবার নির্দোষ দাবি করেন , জোর করে তাকে মেডিক্যাল রিপোর্টে সই করানো হয়েছে, এমনও বলেন তিনি। দুপুর ২.৪৫ মিনিটে সঞ্জয়ের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয় আদালত। ফাঁসি কেনো হলো না এই প্রশ্ন উঠতেই বিচারপতি জানান, তার দেখে মনে হয়নি এটা কোনো বিরলতম ঘটনা।