আমুদরিয়া নিউজ: জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সানায়ে তাকাইচি। মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটিতে জিতে গিয়েছেন লিবার্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-র নেত্রী। এ বার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার জায়গায় দায়িত্ব নিতে চলেছেন ৬৪ বছরের সানায়ে। জাপানের নতুন রাষ্ট্রপ্রধানকে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখেছেন, ‘‘ভারত-জাপানের কূটনৈতিক সম্পর্ক ও বন্ধুত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে আমি খুবই আগ্রহী। দুই দেশের এই গভীর বন্ধুত্ব ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ।’’