আমুদরিয়া নিউজ : একটা সমযে অভিনেত্রী সৌমি আলির সঙ্গে বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল সলমন খানের। এখন জেলবন্দি গ্যাং লিডার লরেন্স বিষ্ণোইয়ের হুমকির জেরে সলমনের প্রাণসংশয়। প্রচুর নিরাপত্তা নিয়ে বেরোতে হচ্ছে তাঁকে। তাও প্রায় ঘরবন্দি হয়ে আছেন। এই অবস্থায়, তাঁর হয়ে কথা বলতে সোশাল মিডিয়ার মাধ্যমে কাতর আর্তি জানালেন অভিনেত্রী সৌমি আলি। যিনি এখন অভিনয় করেন না। নানা সামাজিক কাজকর্মে যুক্ত। আমেরিকাতেই মূলত থাকেন। সৌমি আলি লিখেছেন, সলমনকে ক্ষমা করে দেওয়ার জন্য তিনি কথা বলতে চান। তিনি গ্যাং লিডারকে লরেন্সবাই সম্বোধন করে লিখেছেন, কোনভাবে তাঁকে কথা বলার সুযোগ দিলে তিনি উপকৃত হবেন।
 
					 
			 
		 
		 
		 
		