আমুদরিয়া নিউজ: পান মশলার বিজ্ঞাপন করে বিপাকে সলমন খান। ক্রেতা, বিশেষত তরুণ প্রজন্মকে ভুল পথে চালিত হওয়ার প্ররোচনা দেওয়ার অভিযোগে সলমনকে কাঠগড়ায় তুললেন রাজস্থানের প্রবীণ রাজনীতিবিদ ইন্দর মোহন সিং হানি। রাজস্থানের কোটার ক্রেতাসুরক্ষা আদালতে ইতিমধ্যেই সলমনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। হানি দাবি করেছেন যে, পানমশলায় কেশর দেওয়া আছে বলে উৎপাদনকারী সংস্থার সঙ্গে মিলিত হয়ে সলমন যে প্রচার করছেন, তা ভুল। অভিযোগপত্রে আবেদনকারী উল্লেখ করেন যে, কেশরের দাম প্রতি কেজিতে প্রায় ৪ লক্ষ টাকা। সেই উপাদান এই ৫ টাকার দামের পণ্যের মধ্যে থাকাটা অসম্ভব। এভাবে তিনি পুরোপুরি বিভ্রান্তি ছড়াচ্ছেন। ইতিমধ্যেই সলমনকে নোটিশ পাঠিয়েছে রাজস্থানের কোটার ক্রেতাসুরক্ষা আদালত। আগামী ২৭ নভেম্বর এই মামলার শুনানি।