আমুদরিয়া নিউজ: রাজ্যের সমস্ত সরকারি ভবনের রং গেরুয়া হতে হবে। ওড়িশা সরকারের এই নির্দেশ ঘিরে বিতর্ক তুঙ্গে। সম্প্রতি বিজেপি নেতৃত্বাধীন ওড়িশা সরকার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, ‘‘এ বার থেকে সমস্ত সরকারি ভবনের রং গেরুয়া হবে। রাজ্য সরকার এই রঙে সিলমোহর দিচ্ছে।’’ ওড়িশা সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে বিরোধী দল বিজু জনতা দল (বিজেডি)। বিজেডি মুখপাত্র লেনিন মোহান্তি বলেছেন, “মোহন মাঝি সরকারের এই পদক্ষেপ ওডিশায় মহিলাদের উপর চলমান অত্যাচার থেকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার একটা প্রচেষ্টা মাত্র।”যদিও এই প্রথম নয়। গত বছরের অক্টোবরে রাজ্য সরকার প্রায়একই ধরণের নির্দেশ জারি করেছিল। সেই সময়ে সব ইঞ্জিনিয়ারিং দফতরের প্রধানদের ডেকে বলা হয়েছিল, সরকারি ভবনগুলির রং গেরুয়া করতে হবে। চলতি বছরের মার্চেও রাজ্যের সমস্ত সরকারি স্কুলের ভবনগুলির রং বদলে গেরুয়া করার নির্দেশ দেওয়া হয়েছিল।
