আমুদরিয়া নিউজ: নিজেদের দাবি-দাওয়া নিয়ে এবার বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন ‘যোগ্য’ চাকরিহারারা। শনিবার দুপুরে বিজেপির সল্টলেকের অফিসে উপস্থিত হন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। নিজেদের দাবি-দাওয়া বিজেপির রাজ্য সভাপতির হাতে তুলে দেন ‘যোগ্য’ চাকরিহারাদের প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন শমীক। পাশাপাশি তাঁরা আবেদন জানান আগামী ১৮ জুলাই বাংলায় প্রধানমন্ত্রী আসলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের সমস্যার কথা তাঁরা জানাতে চান। শমীক আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করানোর ব্যবস্থা করে দেবেন। গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেল বাতিল হয়। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। যদিও পড়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা। তবে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।
