আমুদরিয়া নিউজ: মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির গোষ্ঠী ‘আসিয়ান’-এর বার্ষিক সম্মেলন। সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন বিদেশ মন্ত্রী এস জয়শংকর। সোমবার সম্মেলনের ফাঁকে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে বৈঠক করলেন তিনি। জানা গিয়েছে, বাণিজ্য চুক্তি ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। সমাজমাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। এদিন জয়শঙ্কর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘আজ সকালে কুয়ালা লামপুরে মার্কো রুবিয়োর সঙ্গে দেখা করে খুশি হলাম। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হল।’’