আমুদরিয়া নিউজ: সোমবার সকালেই পরিবহণমন্ত্রী রোমান স্টারোভয়েটকে বরখাস্ত করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর কয়েক ঘণ্টার মধ্যেই নিজের গাড়ি থেকে গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল স্টারোভয়েটের। কোনও কারণ দর্শানো ছাড়াই এদিন রুশ সরকারের তরফে রোমান স্টারোভয়েটের বরখাস্তের বিষয়টি জানানো হয়। উল্লেখ্য, প্রেসিডেন্টের নির্দেশে ২০২৪ সালের মে মাসে পরিবহণ মন্ত্রীর পদে বসেছিলেন স্টারোভয়েট। বছর খানেক এই দায়িত্বে ছিলেন তিনি। এর আগে পাঁচ বছর ইউক্রেনের সীমান্ত সংলগ্ন কুর্স্ক অঞ্চলের গভর্নর ছিলেন স্টারোভয়েট। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।
