আমুদরিয়া নিউজ: শনিবার ইউক্রেনের উত্তর সুমি অঞ্চলের একটি রেল স্টেশনে ড্রোন হামলা চালাল রুশ সেনা। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কিয়েভগামী একটি ট্রেন দাঁড়িয়েছিল স্টেশনে। ওই ট্রেনের উপর আছড়ে পড়ে একাধিক ড্রোন। তারপরই আগুন ধরে যায় গোটা ট্রেনে। সেই সময় ওই ট্রেনের ভিতর উপস্থিত ছিলেন বহু মানুষ। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় অনেকের। শুধু তাই নয়, রুশ আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেশনটিও। ঘটনার একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন জেলেনস্কি। যেখানে দেখা যাচ্ছে, প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ট্রেনটি। রাশিয়ার এই আক্রমণকে ‘অসভ্যতা’ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
