আমুদরিয়া নিউজ: স্থলবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিউকভকে অপসারণ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের দফতরের তরফে জানানো হয়েছে, জেনারেল সালিউকভকে জাতীয় নিরাপত্তা পর্ষদের উপসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এমন সময় এই ঘোষণা করা হল যখন তুরস্কে যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ইউক্রেন বৈঠক চলছে। কিন্তু কেন এই অপসারণ? বিশেষজ্ঞদের মত, গত কয়েক মাসের যুদ্ধে প্রত্যাশিত সাফল্য পায়নি রুশ ফৌজ। এমনকি, রাশিয়ার কুর্স্ক ভূখণ্ডের সেনাঘাঁটিগুলিতে একের পর এক হামলা চালিয়েছে জ়েলেনস্কির সেনা। তাই সরতে হল জেনারেল সালিউকভকে। তা ছাড়া, তাঁর বিরুদ্ধে সম্প্রতি আর্থিক দুর্নীতিরও অভিযোগ উঠেছিল। প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে রাশিয়ার স্থলবাহিনীর দায়িত্বে ছিলেন সালিউকভ। সালিয়ুকভের জায়গায় সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর ডেপুটি হিসেবে কাজ করবেন বলে মনে করা সচ্ছে। যিনি নিজেও এখন নিরাপত্তা পরিষদের সচিব পদে নিযুক্ত।
