আমুদরিয়া নিউজ: আমেরিকা যদি ভারতীয় পণ্য না কেনে তা হলে নিজের বাজার খুলে দেবে রাশিয়া। শুধু তাই নয়, নিয়মিত অশোধিত তেলও জোগান দেওয়া হবে ভারতকে। বুধবার দিল্লিতে জানালেন পুতিনের দূত রোনাম বাবুশকিন। প্রসঙ্গত, রুশ তেল কেনায় ভারতের উপর শুল্ক চাপিয়েছে আমেরিকা। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত রোমান বাবুশকিন এর নিন্দা করেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে ট্রাম্পের ‘শুল্ক-শাস্তি’র নিন্দা করে বাবুশকিন বলেন, “এই মার্কিন চাপ একতরফা এবং অন্যায্য। অর্থনিতীকে হাতিয়ার করছে আমেরিকা।” তাঁর হুঁশিয়ারি, “বন্ধুরা নিষেধাজ্ঞা চাপায় না। মার্কিন নিষেধাজ্ঞা ডলারের উপর ভরসা কমাচ্ছে।”
