আমুদরিয়া নিউজ ডেস্ক: ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সুবাদে রাশিয়া অনেকদিন ধরেই খবরের শিরোনামে। এবার রাশিয়া একটি তালিকা প্রকাশ করে ফের হেডলাইন দখল করল। রাশিয়া বিধ্বংসী দেশের তালিকা প্রকাশ করেছে। তাতে বিশ্বের ৪৭টি দেশকে বিধ্বংসী মনোভাবাপন্ন দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে রাশিয়া। দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিসুস্তিন ওই তালিকা প্রকাশের অনুমতি দেন।
যে সব দেশের সঙ্গে রাশিয়ার মূল্যবোধের সংঘাত আছে, সেই সব দেশকে ওই তালিকায় রাখা হয়েছে। ওই তালিকায় থাকা দেশে সে দেশের সরকারের ভিন্ন মতাবলম্বীরা যদি কেউ আশ্রয় চান তা হলে রাশিয়া দেবে। এটাও রাশিয়া জানিয়ে দিয়েছে, যে সব বিদেশি নাগরিক রাশিয়ার ঐতিহ্য, পরম্পরা, মূল্যবোধের সঙ্গে সহমত পোষণ করেন এবং নিজ নিজ দেশের সরকারের চাপিয়ে দেওয়া নব্য উদারতাবাদের বিরোধিতা করেন, তাঁরা রাশিয়ায় আশ্রয়লাভের আবেদন করতে পারবেন।
দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আলবেনিয়া, অ্যান্ডোরা, বাহামা, বেলজিয়াম, বুলগেরিয়া, যুক্তরাজ্য, জার্মানি, গ্রিস, ডেনমার্ক, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, ইতালি, কানাডা, সাইপ্রাস, লাটভিয়া, লিথুয়ানিয়া, লিখটেনস্টেইন, লুক্সেমবার্গ, মাল্টা, মাইক্রোনেশিয়া, মোনাকো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে ও পোল্যান্ড।, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া, রোমানিয়া, সান মারিনো, উত্তর মেসেডোনিয়া, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ইউক্রেন, ফিনল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া, মন্টেনেগ্রো, চেক প্রজাতন্ত্র, সুইজারল্যান্ড, সুইডেন, এস্তোনিয়া ও জাপান। স্লোভাকিয়া, হাঙ্গেরি ও তুরস্ক ন্যাটোর সদস্য হলেও এই তালিকায় তাদের নাম নেই। ফলে, ওই দেশগুলির কেউ রাশিয়ায় নাগরিকত্ব চাইলে তা নাও মিলতে পারে।