আমুদরিয়া নিউজ: ইউক্রেনের একাধিক জায়গায় ব্যালেস্টিক মিসাইল হামলা রাশিয়ার। ঘটনায় মৃত্যু হয়েছে আট জনের। গুরুতর আহত অন্তত ১৭ জন। সংবাদ সংস্থা জানাচ্ছে শুক্রবার রাতে রাজধানী কিয়েভে মিসাইল ও ড্রোন ছোড়ে রুশ সেনা। এর ফলে আগুন ধরে গিয়েছে একাধিক বহুতল, দোকান ও বাড়িতে। মিসাইলের জেরে বহু গাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি রাশিয়ার মাটিতে হামলা চালিয়েছিল ইউক্রেন। বৃহস্পতিবার রাতে রুশ প্রতিরক্ষা বিভাগ ইউক্রেনের ১২১টি ড্রোনকে ধ্বংস করে। যার পালটা এই পদক্ষেপ। উল্লেখ্য, তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও সমাধানের রাস্তা বের হয়নি।