আমুদরিয়া নিউজ : থালাপতি বিজয়ের পরে এবার গুজরাতে অমিতাভ বচ্চনকে দেখতে ঘটে গেল তুলকালাম কাণ্ড। শুক্রবার ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর তৃতীয় মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সুরাটে গিয়েছিলেন শাহেনশা। সেখানে তিনি স্টেডিয়ামে যাওয়ার আগে বন্ধু তথা ব্যবসায়ী সুনীল শাহের সঙ্গে দেখা করতে যান। দেখা করে বেরোনোর সময় তাঁকে দেখতে হুড়োহুড়ি পড়ে। ওই আবাসনের ঢোকার মুখের দরজার কাচ ভেঙে যায়। কোনমতে বিগ বি গাড়িতে উঠে স্টেডিয়ামে যান।