আমুদরিয়া নিউজ: গত ৬ মাস মাঠের বাইরে রোহিত শর্মা। তারপরেও আইসিসির প্রকাশ করা এক দিনের ব্যাটারদের ক্রমতালিকায় বাবর আজমকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের ওয়ানডে অধিনায়ক। ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল। তাঁর রেটিং ৭৮৪। দ্বিতীয় স্থানে উঠে আসা রোহিতের রেটিং ৭৫৬। তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজ়ম। তাঁর রেটিং ৭৫৬। চতুর্থ স্থানে বিরাট কোহলি। তাঁর রেটিং ৭৩৬। পাঁচে আছেন নিউ জ়িল্যান্ডের ড্যারেল মিচেল। এ ছাড়া ভারতীয়দের মধ্যে শ্রেয়স আইয়ার রয়েছেন অষ্টম স্থানে।