আমুদরিয়া নিউজ : রোহিঙ্গা মুসলিম গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি সোমবার আন্তর্জাতিক বিচারালয়ে শুরু হতে চলেছে। এক দশকেরও বেশি সময় পর এটি প্রথম পূর্ণাঙ্গ গণহত্যা মামলা, যা আন্তর্জাতিক আইনের ভবিষ্যৎ ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ২০১৯ সালে গাম্বিয়া এই মামলা দায়ের করে। অভিযোগ অনুযায়ী, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে রাখাইন রাজ্য থেকে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। শরণার্থীরা হত্যাকাণ্ড, গণধর্ষণ ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেয়। রাষ্ট্রসংঘের একটি তদন্ত দল ওই অভিযানে গণহত্যার প্রমাণ পাওয়ার কথা জানায়। তবে মায়ানমার সরকার অভিযোগ অস্বীকার করে এটিকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান হিসেবে দেখানোর চেষ্টা করে। এই মামলার শুনানি চলবে তিন সপ্তাহ।