আমুদরিয়া নিউজ: ২২ বছর ধরে কোর্টে রাজত্ব করার পর পেশাদার টেনিসকে বিদায় জানালেন রোহন বোপান্না। সোশাল মিডিয়ায় অবসরের কথা জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘বিদায়, কিন্তু এটাই শেষ নয়। যা আমাকে বাঁচার রসদ জুগিয়েছে, তাঁকে কীভাবে বিদায় বলা যায়? তবু সময় এল। আমি আনুষ্ঠানিক ভাবে র্যাকেটটা তুলে রাখছি। টেনিস আমার কাছে একটা খেলা নয়। যখন জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলতাম, যখন গোটা বিশ্ব আমার ক্ষমতায় সন্দেহ প্রকাশ করত, তখন টেনিস আমাকে শক্তি দিয়েছে। দেশকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে গৌরবের অধ্যায়। ধন্যবাদ ভারত।’ বোপান্না ভারতের হয়ে দুটো গ্যান্ড স্ল্যাম জিতেছেন। ২০১৭ সালে গ্যাব্রিয়েলা দাব্রোস্কির সঙ্গে জুটি বেঁধে জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন মিক্সড ডাবলস শিরোপা। আর ২০২৪ সালে ম্যাথিউ এবডেনের সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেন জিতে নতুন ইতিহাস গড়েন তিনি। ৪৩ বছর বয়সে গ্র্যান্ড স্ল্যাম জয়ী সবচেয়ে প্রবীণ পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন বোপান্না। ২০১৯ সালে ভারতের ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার অর্জুন সম্মানে ভূষিত হন। ২০২৪-এ পদ্মশ্রী পুরস্কার পান।