আমুদরিয়া নিউজ: ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন রিভার সুইপ মারতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। তাঁর পায়ের পাতায় চিড় ধরেছে। শোনা গিয়েছিল ছ’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। সবাইকে অবাক করে দিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতের দুই উইকেট পড়তেই দেখা গেল, ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে মাঠের দিকে এগোচ্ছেন পন্থ। শুধু নামলেন না, অর্ধশতরান করলেন পন্থ। দেখে বোঝা যাচ্ছিল, কষ্ট হচ্ছে, তারপরেও সিঙ্গল নিলেন, গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়লেন ওয়াশিংটনের সঙ্গে। ওই অবস্থাতেই চার, ছক্কাও মারলেন। শেষ দিকে পন্থের ব্যাটিংয়ে ভর করেই ৩৫০ রানের গন্ডি পেরোল টিম ইন্ডিয়া। লড়াকু ইনিংস খেলে ক্রিকেটপ্রেমীদের হৃদয় জিতলেন পন্থ।