আমুদরিয়া নিউজ: সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! দু’টি পাকিস্তানি সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছেআন্তর্জাতিক সংবাদ সংস্থা। খবর সত্যি হলে, প্রায় দুই দশক পর ট্রাম্পই হবেন ইসলামাবাদে যাওয়া কোনও মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ২০০৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তান গিয়েছিলেন। তার পর আর কোনও মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানে যাননি। যদিও সরকারি ভাবে এই সফরের বিষয়ে কোনও ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি। তাই বিষয়টি জল্পনা স্তরেই রয়ে গিয়েছে।
