আমুদরিয়া নিউজ: পরপর তিনবার কমানোর পর এবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার মুদ্রানীতির বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানালেন, সংখ্যাগরিষ্ঠের মতকে স্বীকৃতি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব অর্থনীতির অস্থিরতার দিকে নজর রাখা হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজন মতো সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাঙ্ক। অর্থাৎ রেপো রেট ৫.৫ শতাংশই থাকছে। ফলে রেপো রেট কমলে বাড়ি-গাড়ির ইএমআই কমার যে আশা করছিলেন মধ্যবিত্তরা। সে সম্ভাবনা আপাতত নেই। গত বছরের ডিসেম্বরের পর এই প্রথম রেপো রেটে কোনও বদল করল না আরবিআই।
