আমুদরিয়া নিউজ: ইজরায়েলের সঙ্গে যুদ্ধ থেমে গিয়েছে ইরানের। তারপরেও প্রয়োজন ছাড়া ভারতীয়দের ইরানে ঘুরতে যাওয়ার বিষয়ে সতর্কতা জারি করল তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। মঙ্গলবার জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘গত বেশ কয়েক সপ্তাহ ধরে নিরাপত্তা বিষয়ক কারণে ভারতীয় নাগরিকদের জানানো হচ্ছে, বিশেষ প্রয়োজন ছাড়া ইরানে আসার আগে আপনারা আরও এক বার সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দেখুন।’’ সতর্ক করা হয়েছে এই মুহূর্তে ইরানে থাকা ভারতীয় নাগরিকদেরও। দেশ জুড়ে সাম্প্রতিক পরিস্থিতির উপর তাঁদের নিয়মিত নজর রাখতে বলা হয়েছে। এই মুহূর্তে যে সব ভারতীয় ইরানে রয়েছেন এবং দেশে ফিরতে চান, তাঁরা জলপথে এবং আকাশপথে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। ভারত সরকারের জারি করা পরামর্শের দিকেও সর্বদা নজর রাখতে বলা হয়েছে। জুন মাসেই সংঘাতে জড়িয়ে পড়েছিল ইজরায়েল-ইরান। ১২ দিন ধরে এই সংঘাত চলার পর মার্কিন মধ্যস্থতায় অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ।