আমুদরিয়া নিউজ: মৃত্যু হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজা মুরাদের! সমাজমাধমে এমন ভুয়ো পোস্ট ছড়িয়ে পড়ায় বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হলেন বর্ষীয়ান অভিনেতা। অভিনেতার অভিযোগ, কোনও এক নেটাগরিক সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করে রীতিমতো ঘোষণা করে দেন যে, রাজা মুরাদের মৃত্যু হয়েছে। ওই পোস্টে নাকি অভিনেতার জন্মতারিখের পাশাপাশি ভুয়ো ‘মৃত্যুতারিখ’ পর্যন্ত উল্লেখ করা ছিল। সেই সঙ্গে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনও করা হয় পোস্টে। আর তারপর থেকে জবাবদিহি করতে করতে ক্লান্ত অভিনেতা। রাজা মুরাদ বলেন, “ভুয়ো খবর সর্বত্র রটে গিয়েছে। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমি ফোনের পর ফোন, মেসেজ পাচ্ছি। আমি জীবিত জানাতে জানাতে আমার গলা, জিভ, ঠোঁট শুকিয়ে গেল। ওই ভুয়ো পোস্টও আমাকে পাঠাচ্ছেন অনেকে। ভুয়ো খবর যাতে না রটে, সেদিকে আমাদের সকলের খেয়াল রাখা প্রয়োজন।” সেই কারণে শেষমেশ আইনের দারস্থ হলেন খোদ অভিনেতা। শুক্রবার মুম্বইয়ের আম্বোলি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযুক্তকে খুঁজে বার করার আশ্বাস দিয়েছে মুম্বই পুলিশ।